নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর লোকাল বাসের ভেতরে যাত্রীর গায়ে বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করে একটি চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত কিছু অসাধু গাড়িচালক ও হেলপার। তাই ছিনতাইয়ের টাকার একটি অংশ তাঁদেরও দিতে হয়।
ছিনতাইয়ের পরে এই চক্রের দুই সদস্যকে গতকাল শুক্রবার রাতে ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।
আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, তাঁরা ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। এদের গ্রুপে মোট পাঁচ জন সদস্য রয়েছেন। গ্রুপটি বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করে। প্রথমে কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। এরপর একজন তাঁর গায়ে বমি করে দেন।
এ সময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুজন কৌশলে তাঁর পকেট থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেন। এ ক্ষেত্রে কেউ যদি তাঁদের কাউকে দেখে ফেলেন বা ধরে ফেলেন তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। আর কেউ ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়েও পালিয়ে যান।
ওসি বলেন, তাঁরা নিয়মিত বাসে এই কাজ করেন। ফলে বেশ কিছু ড্রাইভার ও হেলপার তাঁদের চেনেন। এসব ড্রাইভার ও হেলপার তাঁদের সহযোগিতা করেন এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেন। বিনিময়ে তাঁদেরও নির্দিষ্ট একটি ভাগ দেন এসব ছিনতাইকারী।
গত শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠেন বমি পার্টির সদস্যরা। তাঁদের একজন এ সময় এক যাত্রীর মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি দেখে ফেললে উল্টো তাঁকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তাঁরা। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে তিনজন পালিয়ে যান। সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

রাজধানীর লোকাল বাসের ভেতরে যাত্রীর গায়ে বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করে একটি চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত কিছু অসাধু গাড়িচালক ও হেলপার। তাই ছিনতাইয়ের টাকার একটি অংশ তাঁদেরও দিতে হয়।
ছিনতাইয়ের পরে এই চক্রের দুই সদস্যকে গতকাল শুক্রবার রাতে ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।
আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, তাঁরা ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। এদের গ্রুপে মোট পাঁচ জন সদস্য রয়েছেন। গ্রুপটি বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করে। প্রথমে কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। এরপর একজন তাঁর গায়ে বমি করে দেন।
এ সময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুজন কৌশলে তাঁর পকেট থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেন। এ ক্ষেত্রে কেউ যদি তাঁদের কাউকে দেখে ফেলেন বা ধরে ফেলেন তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। আর কেউ ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়েও পালিয়ে যান।
ওসি বলেন, তাঁরা নিয়মিত বাসে এই কাজ করেন। ফলে বেশ কিছু ড্রাইভার ও হেলপার তাঁদের চেনেন। এসব ড্রাইভার ও হেলপার তাঁদের সহযোগিতা করেন এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেন। বিনিময়ে তাঁদেরও নির্দিষ্ট একটি ভাগ দেন এসব ছিনতাইকারী।
গত শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠেন বমি পার্টির সদস্যরা। তাঁদের একজন এ সময় এক যাত্রীর মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি দেখে ফেললে উল্টো তাঁকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তাঁরা। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে তিনজন পালিয়ে যান। সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৭ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৮ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে