নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
২৭ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
৪১ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে