নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে