নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।
বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন থেকে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, চোর চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় যুবদল নেতা সোহরাব হোসেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীর ১৫টি হাটবাজার থেকে গতবারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে। এতে সব কটি বাজারে অসন্তোষ দেখা দিয়েছে। বাড়তি খাজনার কারণে পণ্যের দামও বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
৩ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেদেশে পেঁয়াজের সবচেয়ে বড় সংগ্রহ হয় হালি পেঁয়াজ থেকে। এই পেঁয়াজের আবাদ হয় ডিসেম্বর-জানুয়ারিতে আর খেত থেকে তোলা হয় মার্চ-এপ্রিলে। সেই হিসেবে হালি পেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে