নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।
অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।
অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রফিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এই মামলার...
৩ মিনিট আগেসিলেটে বেসরকারি একটি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে এটি প্রদর্শন হয়। মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অবাক নেটিজেনরা।
৭ মিনিট আগেকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল মুন্সী (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগেমাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
১৩ মিনিট আগে