শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দিয়েছিলেন মাদারীপুরের হারুণ অর রশীদ। বিনিময়ে উপহার হিসেবে পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া একতলা বাড়ি।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রির কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করেন ১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থের একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করেন। পরে সেটি বসানো হয় বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার ওপর নির্মাণ করে দেওয়া হয় একতলা বাড়ি। বাড়িতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, পাকা পায়খানা।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত কাঠমিস্ত্রি হারুণ অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরি করা খাট পছন্দ করেছেন, তাতেই আমি খুশি। খাটটি তৈরি করেছি প্রায় পাঁচ বছর ধরে। পরে সেটি ৬-৭ জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসানো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমি ও আমার পরিবার খুশি।’
স্থানীয় জুলফিকার আলী বলেন, ‘অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের সব প্রান্তে গৃহহীনদের খুঁজে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।’
উল্লেখ্য, হারুণ অর রশীদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন এই কাঠমিস্ত্রি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে