নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জনতা আরও তিনজনকে মারপিটের পর আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ মঙ্গলবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি গ্রামের বাসিন্দা। আটক তিনজনের মধ্যে দুজন কিশোর, আরেক জনের নাম সোহন (২৫)।
পুলিশ হেফাজতে থাকা জনতার হাতে আটক এক কিশোর বলে, যে মারা গেছে তাকে আমি চিনি না। আমি ফার্নিচারের দোকানে কাজ করি। ভোরে কাজের উদ্দেশ্যে বাইর হইছিলাম। লোকজন ওই লোকটার সঙ্গে আমাগো ধইরা মারছে। তারপর পুলিশে দিছে।
কিন্তু ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, হতাহতরা সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে জনতা তাদের ধরে মারধর করেন। তাঁদের একজন মারা গেছেন বলে তাঁরা পরে জানতে পারেন।
নিহত মজিবর রহমানের জামাতা রাব্বি হোসেন বলেন, ‘আমার শ্বশুর এক সময় সাভার থাকতেন। বর্তমানে বাড়িতেই থাকেন। তবে মাঝেমধ্যে সাভার আসেন। সাভারে কি করেন আমি জানি না।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ বলেন, গণপিটুনিতে মজিবর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। তিনজনকে ধরে জনতা সাভার থানায় সোপর্দ করেছেন। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকার সাভারে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জনতা আরও তিনজনকে মারপিটের পর আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ মঙ্গলবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি গ্রামের বাসিন্দা। আটক তিনজনের মধ্যে দুজন কিশোর, আরেক জনের নাম সোহন (২৫)।
পুলিশ হেফাজতে থাকা জনতার হাতে আটক এক কিশোর বলে, যে মারা গেছে তাকে আমি চিনি না। আমি ফার্নিচারের দোকানে কাজ করি। ভোরে কাজের উদ্দেশ্যে বাইর হইছিলাম। লোকজন ওই লোকটার সঙ্গে আমাগো ধইরা মারছে। তারপর পুলিশে দিছে।
কিন্তু ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, হতাহতরা সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে জনতা তাদের ধরে মারধর করেন। তাঁদের একজন মারা গেছেন বলে তাঁরা পরে জানতে পারেন।
নিহত মজিবর রহমানের জামাতা রাব্বি হোসেন বলেন, ‘আমার শ্বশুর এক সময় সাভার থাকতেন। বর্তমানে বাড়িতেই থাকেন। তবে মাঝেমধ্যে সাভার আসেন। সাভারে কি করেন আমি জানি না।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ বলেন, গণপিটুনিতে মজিবর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। তিনজনকে ধরে জনতা সাভার থানায় সোপর্দ করেছেন। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৮ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২০ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে