ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে।
ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থল যেতে দেখা যায়।
আজ রোববার বেলা ২টার সময়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, ‘বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশেষ একটি শ্রেণি কোটার মাধ্যমে সুযোগ নিয়ে মেধার সঙ্গে বৈষম্য করবে, তা চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আন্দোলনরত ইডেন কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘আমরা সব ধরনের অন্যায্য ও অযৌক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। নারীরা যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। কোটা যদি রাখা হয়, কেবল প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের জন্যই রাখা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শুধু আমরা না, সারা দেশে এ কর্মসূচি চলছে।’

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে।
ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থল যেতে দেখা যায়।
আজ রোববার বেলা ২টার সময়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, ‘বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান নিয়েছি। বিশেষ একটি শ্রেণি কোটার মাধ্যমে সুযোগ নিয়ে মেধার সঙ্গে বৈষম্য করবে, তা চলবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আন্দোলনরত ইডেন কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘আমরা সব ধরনের অন্যায্য ও অযৌক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। নারীরা যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। কোটা যদি রাখা হয়, কেবল প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের জন্যই রাখা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শুধু আমরা না, সারা দেশে এ কর্মসূচি চলছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে