সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেয় তাঁর স্বামী। আহত রোজিনা আক্তার (৩৭) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে মৃত্যুবরণ করেন।
এর আগে ২৭ মার্চ রাতে মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৮ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত জহিরুল ইসলাম (৪৭) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্তাধীন কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, ‘আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’
নিহত রোজিনার ভাই রানা জানান, তার দুলাভাই জহিরুল ইসলাম গত ২৭ মার্চ রাতে নেশা করার কথা বলে তাঁর বোনের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার বোনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমার বোন দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোরে মারা যান। আমি আমার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্ত আসামি জহিরুল ইসলাম (৪৭) কে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পরদিনই তাকে আদালতে পাঠানো হয়। তাঁর স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপের সময় অভিযুক্ত আসামিও আহত হয়। সে জন্য আদালত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা করানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামি এখন পুলিশ প্রহরায় সেখানে ভর্তি আছেন বলে জানান হাফিজুর রহমান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেয় তাঁর স্বামী। আহত রোজিনা আক্তার (৩৭) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে মৃত্যুবরণ করেন।
এর আগে ২৭ মার্চ রাতে মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৮ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত জহিরুল ইসলাম (৪৭) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্তাধীন কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, ‘আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’
নিহত রোজিনার ভাই রানা জানান, তার দুলাভাই জহিরুল ইসলাম গত ২৭ মার্চ রাতে নেশা করার কথা বলে তাঁর বোনের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার বোনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমার বোন দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোরে মারা যান। আমি আমার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্ত আসামি জহিরুল ইসলাম (৪৭) কে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পরদিনই তাকে আদালতে পাঠানো হয়। তাঁর স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপের সময় অভিযুক্ত আসামিও আহত হয়। সে জন্য আদালত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা করানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামি এখন পুলিশ প্রহরায় সেখানে ভর্তি আছেন বলে জানান হাফিজুর রহমান।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে