মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে।’ দুষ্কৃতকারীদের চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে, ব্যবসায়ী গোপাল রাজবংশী প্রতিদিনের মতো সোমবার ভোরে অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটো রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল।
তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পেয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী গোপাল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তার ভেতরে রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে টাকার ব্যবস্থা করে পাকুল্যা বাজার থেকে মাছ কিনে দেওয়াটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি।’ আজ (মঙ্গলবার) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে।’ দুষ্কৃতকারীদের চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে, ব্যবসায়ী গোপাল রাজবংশী প্রতিদিনের মতো সোমবার ভোরে অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটো রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল।
তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পেয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী গোপাল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তার ভেতরে রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে টাকার ব্যবস্থা করে পাকুল্যা বাজার থেকে মাছ কিনে দেওয়াটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি।’ আজ (মঙ্গলবার) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে