Ajker Patrika

বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৩ মে ২০২৫, ১৪: ৩৯
বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। আজ শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাংলামোটর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আরশাদ ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল হাসান বলেন, আজ শুক্রবার ভোরে ওই শিক্ষার্থী বাংলামোটর মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহতের বন্ধু ইসমাঈল হোসেন ঈশান বলেন, আরশাদ লালবাগের পোস্তা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। গতকাল রাত ১টার দিকে অন্য বন্ধুদের সঙ্গে মাওয়ায় ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সকালে জানতে পারি, বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় আরশাদ মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত