নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে গত ১৭ দিন ধরে কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা। তবে এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। কিন্তু রেলওয়ে শ্রমিক লীগের অনুরোধে গেটকিপাররা তাদের এই অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন।
কমলাপুরে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে গেটকিপারদের সঙ্গে কথা বলে অনশন কর্মসূচি স্থগিত করান বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেটকিপারদের অনশনের সমন্বয়কারী মো. আল মামুন শেখ।
এই বিষয়ে জানতে চাইলে মো. আল মামুন শেখ বলেন, ‘গত ১৭ দিন ধরে আমরা অনশন কর্মসূচি পালন করেছি। কিন্তু রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী এসে আমাদের কোনো আশ্বাস দেননি। আজ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সাধারণ-সম্পাদক আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের অনশন স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।’
মামুন শেখ বলেন, ‘রেলওয়ে শ্রমিক লীগের সঙ্গে রেলমন্ত্রী কথা বলেছেন। খুব শিগগিরই আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়ে মন্ত্রী দেখবেন। এই কারণে আমরা সাময়িকভাবে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করেছি। তবে আগামী তিন মাসের মধ্যে আমাদের দাবি না মানা হলে, রেলওয়ে শ্রমিক লীগসহ আমরা বৃহৎ কর্মসূচির দিকে যাব। প্রয়োজনে জাতীয় আন্দোলন গড়ে তোলা হবে।’
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। কেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, এ ব্যাপারে অতি শিগগিরই যাচাই করা হবে এবং রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
গত ২৭ ফেব্রুয়ারি শুরু থেকে রেলের গেটকিপারদের অনির্দিষ্টকালের আমরণ শুরু হয়েছিল। দীর্ঘ সময় অনশনের ফলে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক গেটকিপার অসুস্থও হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে গত ১৭ দিন ধরে কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা। তবে এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। কিন্তু রেলওয়ে শ্রমিক লীগের অনুরোধে গেটকিপাররা তাদের এই অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন।
কমলাপুরে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে গেটকিপারদের সঙ্গে কথা বলে অনশন কর্মসূচি স্থগিত করান বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেটকিপারদের অনশনের সমন্বয়কারী মো. আল মামুন শেখ।
এই বিষয়ে জানতে চাইলে মো. আল মামুন শেখ বলেন, ‘গত ১৭ দিন ধরে আমরা অনশন কর্মসূচি পালন করেছি। কিন্তু রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী এসে আমাদের কোনো আশ্বাস দেননি। আজ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সাধারণ-সম্পাদক আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের অনশন স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।’
মামুন শেখ বলেন, ‘রেলওয়ে শ্রমিক লীগের সঙ্গে রেলমন্ত্রী কথা বলেছেন। খুব শিগগিরই আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়ে মন্ত্রী দেখবেন। এই কারণে আমরা সাময়িকভাবে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করেছি। তবে আগামী তিন মাসের মধ্যে আমাদের দাবি না মানা হলে, রেলওয়ে শ্রমিক লীগসহ আমরা বৃহৎ কর্মসূচির দিকে যাব। প্রয়োজনে জাতীয় আন্দোলন গড়ে তোলা হবে।’
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। কেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, এ ব্যাপারে অতি শিগগিরই যাচাই করা হবে এবং রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
গত ২৭ ফেব্রুয়ারি শুরু থেকে রেলের গেটকিপারদের অনির্দিষ্টকালের আমরণ শুরু হয়েছিল। দীর্ঘ সময় অনশনের ফলে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক গেটকিপার অসুস্থও হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে