নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রাপ্ত অর্থ শেয়ারবাজারে লগ্নি করেন। লাভের আশায় বিভিন্ন উৎস থেকে ঋণ করে মোট ২৫ লাখ টাকার শেয়ার কেনেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাওছার আহমেদ। কিন্তু লাভের মুখ তো দেখেনইনি, উল্টো এখন ঋণের জালে দিশেহারা।
এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমে ওষুধ খেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কাওছার। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁকে নিয়ে গেছেন।
কাওছার আহমেদ দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পেনশনের সব অর্থ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন। স্বজনদের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেন। সম্প্রতি শেয়ার মার্কেটে ২৫ লাখ টাকা খোয়ান। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে ধার নেওয়া ৪০ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে সুদ দিতে হচ্ছে। সব মিলিয়ে শেয়ার মার্কেটে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা একটি দীর্ঘ চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেছেন। একটি কপি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছেন।
কাওছার আহমেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার বলেন, ‘প্রেসক্লাব চত্বর থেকে অসুস্থ কাওছারের কাছ থেকে ১০ পাতার মতো ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় পুলিশভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
কাওছার আহমেদের মেয়ে তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী জুঁথি আক্তার বলে, তারা দুই বোন, এক ভাই। ভাই চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
জুঁথি বলেন, ‘আমরা একটা সুখী পারবার ছিলাম। কিন্তু বাবা শেয়ার মার্কেট ব্যবসায় দেউলিয়া হওয়ায় স্বজনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান সব খুইয়ে প্রায় প্রতিদিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দুশ্চিন্তায় ঘরে মা-ও অসুস্থ।’

বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রাপ্ত অর্থ শেয়ারবাজারে লগ্নি করেন। লাভের আশায় বিভিন্ন উৎস থেকে ঋণ করে মোট ২৫ লাখ টাকার শেয়ার কেনেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাওছার আহমেদ। কিন্তু লাভের মুখ তো দেখেনইনি, উল্টো এখন ঋণের জালে দিশেহারা।
এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমে ওষুধ খেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কাওছার। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁকে নিয়ে গেছেন।
কাওছার আহমেদ দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পেনশনের সব অর্থ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন। স্বজনদের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেন। সম্প্রতি শেয়ার মার্কেটে ২৫ লাখ টাকা খোয়ান। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে ধার নেওয়া ৪০ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে সুদ দিতে হচ্ছে। সব মিলিয়ে শেয়ার মার্কেটে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা একটি দীর্ঘ চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেছেন। একটি কপি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছেন।
কাওছার আহমেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার বলেন, ‘প্রেসক্লাব চত্বর থেকে অসুস্থ কাওছারের কাছ থেকে ১০ পাতার মতো ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় পুলিশভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
কাওছার আহমেদের মেয়ে তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী জুঁথি আক্তার বলে, তারা দুই বোন, এক ভাই। ভাই চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
জুঁথি বলেন, ‘আমরা একটা সুখী পারবার ছিলাম। কিন্তু বাবা শেয়ার মার্কেট ব্যবসায় দেউলিয়া হওয়ায় স্বজনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান সব খুইয়ে প্রায় প্রতিদিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দুশ্চিন্তায় ঘরে মা-ও অসুস্থ।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে