নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলিস্তানে বাস দুর্ঘটনায় মেঘনা পরিবহনের বাসের চালক রাকিব শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব। রাকিবের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, গাড়ির দৈনিক চুক্তিভিত্তিক জমার টাকা মালিককে পরিশোধ এবং অধিক লাভের আশায় ট্রিপের সংখ্যা বাড়াতে প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন রাকিব শরিফ।
আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা বলেন, অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে পথচারীদের চাপা দেয়। গ্রেপ্তারের পর রাকিব এমনটাই স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, দুর্ঘটনা পর বাসচালক পালিয়ে যান। এরপর নিহতের এক স্বজন ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ রাজধানীর ওয়ারী থেকে বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) গ্রেপ্তার করে।
র্যাবের মুখপাত্র বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব সড়ক দুর্ঘটনার দায় স্বীকার করে র্যাবকে জানিয়েছে, তিনি ৭ থেকে ৮ বছর ধরে মেঘলা পরিবহনে বাসের হেলপারি করে আসছিলেন। বাসের হেলপারি করার পাশাপাশি তিনি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেন। পরে বাসের হেলপারি ছেড়ে নিজে গাড়ি চালানোর জন্য মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকদের চালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেন।
কিন্তু রাকিবের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রাথমিক পর্যায়ে কোনো মালিক তাঁকে গাড়ি চালানোর অনুমতি দেননি। পরে রাকিব বিভিন্ন তদবিরের মাধ্যমে মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকর গাড়ি সাময়িকভাবে চালানো শুরু করেন।
২০১৯ সালে তিনি হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স পান। হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স দিয়েই রাকিব ভারী মোটরযান চালানো শুরু করেন। কিন্তু তাঁর ভারী মোটরযান চালানোর মতো কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
খন্দকার মঈন জানান, ১৫ দিন আগে বাসটির মালিক সবুর মিয়ার (৫০) কাছ থেকে দৈনিক ২ হাজার ২৫০ টাকায় বাসটি ভাড়ায় চালানো শুরু করেন রাকিব। যথারীতি গতকাল বাসটি নিয়ে ভুলতা গাউছিয়া থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসে। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান সংযোগ সড়কে নামার সময় বাসটির অধিক গতি থাকার কারণে এবং ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে সড়ক বিভাজকের সঙ্গে ঘেঁষে নামতে থাকে। ওই সময় ফ্লাইওভারে অন্য একটি বাস থেকে যাত্রীরা নামছিল। তাদের মধ্য থেকে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় বাসটি। এরপর দুর্ঘটনাস্থল থেকে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দ্রুত গতি ও প্রতিযোগিতার বিষয়ে খন্দকার মঈন বলেন, গ্রেপ্তার চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, প্রতিদিন গাড়ির জমা হিসেবে ২ হাজার ২৫০ টাকা মালিককে দিতে হয়। এরপর তো রাস্তার খরচ রয়েছে। তারপর নিজের বেতন, সহকারীর বেতন। সবকিছু মিলিয়ে দ্রুতগতিতে আয়ের একটি প্রবণতা ছিল। পাশাপাশি অনেক সময় গাড়ির সমস্যার কথা বললে মালিকেরা গুরুত্ব দেন না। চালকেরা বললেও মালিকেরা গাড়ির কাজ করান না।
র্যাব কর্মকর্তা বলেন, চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়ে মালিকদের আরও গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমবে।

গুলিস্তানে বাস দুর্ঘটনায় মেঘনা পরিবহনের বাসের চালক রাকিব শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব। রাকিবের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, গাড়ির দৈনিক চুক্তিভিত্তিক জমার টাকা মালিককে পরিশোধ এবং অধিক লাভের আশায় ট্রিপের সংখ্যা বাড়াতে প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন রাকিব শরিফ।
আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা বলেন, অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে পথচারীদের চাপা দেয়। গ্রেপ্তারের পর রাকিব এমনটাই স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, দুর্ঘটনা পর বাসচালক পালিয়ে যান। এরপর নিহতের এক স্বজন ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ রাজধানীর ওয়ারী থেকে বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) গ্রেপ্তার করে।
র্যাবের মুখপাত্র বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব সড়ক দুর্ঘটনার দায় স্বীকার করে র্যাবকে জানিয়েছে, তিনি ৭ থেকে ৮ বছর ধরে মেঘলা পরিবহনে বাসের হেলপারি করে আসছিলেন। বাসের হেলপারি করার পাশাপাশি তিনি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেন। পরে বাসের হেলপারি ছেড়ে নিজে গাড়ি চালানোর জন্য মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকদের চালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেন।
কিন্তু রাকিবের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রাথমিক পর্যায়ে কোনো মালিক তাঁকে গাড়ি চালানোর অনুমতি দেননি। পরে রাকিব বিভিন্ন তদবিরের মাধ্যমে মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকর গাড়ি সাময়িকভাবে চালানো শুরু করেন।
২০১৯ সালে তিনি হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স পান। হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স দিয়েই রাকিব ভারী মোটরযান চালানো শুরু করেন। কিন্তু তাঁর ভারী মোটরযান চালানোর মতো কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
খন্দকার মঈন জানান, ১৫ দিন আগে বাসটির মালিক সবুর মিয়ার (৫০) কাছ থেকে দৈনিক ২ হাজার ২৫০ টাকায় বাসটি ভাড়ায় চালানো শুরু করেন রাকিব। যথারীতি গতকাল বাসটি নিয়ে ভুলতা গাউছিয়া থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসে। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান সংযোগ সড়কে নামার সময় বাসটির অধিক গতি থাকার কারণে এবং ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে সড়ক বিভাজকের সঙ্গে ঘেঁষে নামতে থাকে। ওই সময় ফ্লাইওভারে অন্য একটি বাস থেকে যাত্রীরা নামছিল। তাদের মধ্য থেকে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় বাসটি। এরপর দুর্ঘটনাস্থল থেকে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দ্রুত গতি ও প্রতিযোগিতার বিষয়ে খন্দকার মঈন বলেন, গ্রেপ্তার চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, প্রতিদিন গাড়ির জমা হিসেবে ২ হাজার ২৫০ টাকা মালিককে দিতে হয়। এরপর তো রাস্তার খরচ রয়েছে। তারপর নিজের বেতন, সহকারীর বেতন। সবকিছু মিলিয়ে দ্রুতগতিতে আয়ের একটি প্রবণতা ছিল। পাশাপাশি অনেক সময় গাড়ির সমস্যার কথা বললে মালিকেরা গুরুত্ব দেন না। চালকেরা বললেও মালিকেরা গাড়ির কাজ করান না।
র্যাব কর্মকর্তা বলেন, চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়ে মালিকদের আরও গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমবে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৬ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে