নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা করোনার এই সময়ে হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়। অফলাইন কার্যক্রম বন্ধ করে অনলাইন কার্যক্রম চাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও যেকোনো মূল্যে নিরসন চান তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার চেয়ে জীবন বড়। করোনার মধ্যে পরীক্ষা তাঁরা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাঁদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারও জীবন সংকটে পড়ুক তা চান না তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আলিফ আরাফাত সোহান জানান, করোনার কারণে হল বন্ধ চান তাঁরা। সেই সঙ্গে করোনাকালে পরীক্ষার নীতিমালাও চান। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে দায়ভার নিতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মানেনি। তাই তাঁরা রাস্তায় নেমেছেন।
বিশ্ববিদ্যালয়র ৪৩তম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘দেশে দিনদিন করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যেই ১১ জানুয়ারি পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আরও বাড়লে পরীক্ষা চলাকালে যদি কেউ আক্রান্ত হয়, স্বাস্থ্যঝুঁকির বিষয়টির দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। আমরা এসংক্রান্ত চার দফা দাবি জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার আমাদের দাবি মানেননি। পরীক্ষাও পেছানো হয়নি। সশরীরে পরীক্ষার আয়োজন বন্ধ করে অনলাইনে পরীক্ষা হবে কি না, সেসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি।’

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা করোনার এই সময়ে হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়। অফলাইন কার্যক্রম বন্ধ করে অনলাইন কার্যক্রম চাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও যেকোনো মূল্যে নিরসন চান তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার চেয়ে জীবন বড়। করোনার মধ্যে পরীক্ষা তাঁরা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাঁদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারও জীবন সংকটে পড়ুক তা চান না তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আলিফ আরাফাত সোহান জানান, করোনার কারণে হল বন্ধ চান তাঁরা। সেই সঙ্গে করোনাকালে পরীক্ষার নীতিমালাও চান। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে দায়ভার নিতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মানেনি। তাই তাঁরা রাস্তায় নেমেছেন।
বিশ্ববিদ্যালয়র ৪৩তম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘দেশে দিনদিন করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যেই ১১ জানুয়ারি পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আরও বাড়লে পরীক্ষা চলাকালে যদি কেউ আক্রান্ত হয়, স্বাস্থ্যঝুঁকির বিষয়টির দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। আমরা এসংক্রান্ত চার দফা দাবি জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার আমাদের দাবি মানেননি। পরীক্ষাও পেছানো হয়নি। সশরীরে পরীক্ষার আয়োজন বন্ধ করে অনলাইনে পরীক্ষা হবে কি না, সেসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে