নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার ২ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া র্যাব ও ডিবি পুলিশ পৃথকভাবে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
ডিএমপি সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২০১টি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুট ও গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে। বেশির ভাগ মামলার বাদী পুলিশ। এ ছাড়া ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও কিছু মামলার বাদী হয়েছেন। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ৪৫১ জনকে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ মোর্শেদ হোসেন পাপ্পা শিকদার। তাঁদের মধ্যে পার্থসহ ২৩ জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২৩৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিকে পুলিশের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব ৫৫ এবং ডিবি পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘নাশকতাকারীরা সরকার পতনের আন্দোলনের ষড়যন্ত্র করেছিল। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার আসামিদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান। তাঁরা রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান।’
বিভিন্ন জেলায় গ্রেপ্তার আরও ২১৪
রাজধানী ছাড়া ১৫ জেলায় আরও ২১৪ গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৬৫, চট্টগ্রামে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, পাবনার ঈশ্বরদীতে ৪, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩, ভোলায় ১০, নাটোরে ১২, জয়পুরহাটে ১০, চাঁদপুরে ১১, কুমিল্লায় ১৮, দিনাজপুরের বিরামপুরে ১, নওগাঁর ধামইরহাটে ৫, ফেনীর ছাগলনাইয়ায় ১০, কক্সবাজারে ৬, পিরোজপুরে ২০ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৬ জনকে। গ্রেপ্তার এসব ব্যক্তির মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার ২ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া র্যাব ও ডিবি পুলিশ পৃথকভাবে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
ডিএমপি সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২০১টি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুট ও গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে। বেশির ভাগ মামলার বাদী পুলিশ। এ ছাড়া ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও কিছু মামলার বাদী হয়েছেন। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ৪৫১ জনকে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ মোর্শেদ হোসেন পাপ্পা শিকদার। তাঁদের মধ্যে পার্থসহ ২৩ জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২৩৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিকে পুলিশের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব ৫৫ এবং ডিবি পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘নাশকতাকারীরা সরকার পতনের আন্দোলনের ষড়যন্ত্র করেছিল। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার আসামিদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান। তাঁরা রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান।’
বিভিন্ন জেলায় গ্রেপ্তার আরও ২১৪
রাজধানী ছাড়া ১৫ জেলায় আরও ২১৪ গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৬৫, চট্টগ্রামে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, পাবনার ঈশ্বরদীতে ৪, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩, ভোলায় ১০, নাটোরে ১২, জয়পুরহাটে ১০, চাঁদপুরে ১১, কুমিল্লায় ১৮, দিনাজপুরের বিরামপুরে ১, নওগাঁর ধামইরহাটে ৫, ফেনীর ছাগলনাইয়ায় ১০, কক্সবাজারে ৬, পিরোজপুরে ২০ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৬ জনকে। গ্রেপ্তার এসব ব্যক্তির মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে