নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহার ছুটিতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেছেন ১৫ হাজার ৬১৯ জন, যাঁদের অভিযোগের ভিত্তিতে জরুরি সহায়তা দেয় পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস।
এ সময় ৯৯৯-এ মারামারির অভিযোগ আসে সবচেয়ে বেশি। এ সংখ্যা ৪ হাজার ১০২টি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর বলছে, ৫-১৩ জুন ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে জরুরি পুলিশি সহায়তা দেওয়া হয় ১৩ হাজার ৮৩১ জন কলারকে। একই সময়ে ৯৯৩ জনকে অ্যাম্বুলেন্স সেবা এবং ৭৯৫ জনকে ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়।
ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে যত্রতত্র পশুর হাট, রাস্তা ও নৌপথে পশু পরিবহন, পশু জবাই ও জনসমাগমের কারণে নানা ধরনের বিশৃঙ্খলার শঙ্কা থাকলেও ৯৯৯-এর কার্যকর মনিটরিং ও তৎপরতায় এসব সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় বলে জানান সংশ্লিষ্টরা।
ঈদকে ঘিরে যেসব অপরাধ বা বিশৃঙ্খলার অভিযোগ এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পশুর হাটে ও রাস্তায় চাঁদাবাজি, জোর করে পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টির উপদ্রব এবং অতিরিক্ত শব্দদূষণ। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ৯৯৯ থেকে মোট ১ হাজার ২৭১ জন কলার সহায়তা পান।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় মারামারির অভিযোগ এসেছে সবচেয়ে বেশি। ৪ হাজার ১০২টি মারামারির ঘটনায় সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া কাউকে আটকে রাখা-সংক্রান্ত অভিযোগে সাড়া দেওয়া হয় ১ হাজার ২১৪ জন কলারকে। পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স সেবা পান ১ হাজার ৬২ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সহায়তা দেওয়া হয় ৯৯২ জনকে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদে মানুষের চলাচল, পশু কেনাবেচা, বড় আকারের জনসমাগম—সবকিছু মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ৯৯৯-এ আসা প্রতিটি কল গুরুত্বসহকারে যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়।

ঈদুল আজহার ছুটিতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেছেন ১৫ হাজার ৬১৯ জন, যাঁদের অভিযোগের ভিত্তিতে জরুরি সহায়তা দেয় পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস।
এ সময় ৯৯৯-এ মারামারির অভিযোগ আসে সবচেয়ে বেশি। এ সংখ্যা ৪ হাজার ১০২টি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর বলছে, ৫-১৩ জুন ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে জরুরি পুলিশি সহায়তা দেওয়া হয় ১৩ হাজার ৮৩১ জন কলারকে। একই সময়ে ৯৯৩ জনকে অ্যাম্বুলেন্স সেবা এবং ৭৯৫ জনকে ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়।
ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে যত্রতত্র পশুর হাট, রাস্তা ও নৌপথে পশু পরিবহন, পশু জবাই ও জনসমাগমের কারণে নানা ধরনের বিশৃঙ্খলার শঙ্কা থাকলেও ৯৯৯-এর কার্যকর মনিটরিং ও তৎপরতায় এসব সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় বলে জানান সংশ্লিষ্টরা।
ঈদকে ঘিরে যেসব অপরাধ বা বিশৃঙ্খলার অভিযোগ এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পশুর হাটে ও রাস্তায় চাঁদাবাজি, জোর করে পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টির উপদ্রব এবং অতিরিক্ত শব্দদূষণ। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ৯৯৯ থেকে মোট ১ হাজার ২৭১ জন কলার সহায়তা পান।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় মারামারির অভিযোগ এসেছে সবচেয়ে বেশি। ৪ হাজার ১০২টি মারামারির ঘটনায় সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া কাউকে আটকে রাখা-সংক্রান্ত অভিযোগে সাড়া দেওয়া হয় ১ হাজার ২১৪ জন কলারকে। পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স সেবা পান ১ হাজার ৬২ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সহায়তা দেওয়া হয় ৯৯২ জনকে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদে মানুষের চলাচল, পশু কেনাবেচা, বড় আকারের জনসমাগম—সবকিছু মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ৯৯৯-এ আসা প্রতিটি কল গুরুত্বসহকারে যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে