ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।
ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’
এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।
সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।
ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’
এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।
সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৬ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২৪ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে