নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করতে পারছেন না। তিনি বলেন, আগেও এমন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ হয়নি। তাই এবারও একই ফল হতে পারে আশঙ্কায় সারা দেশের সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
সাব্বির আহমেদ আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং অন্য প্রতিনিধিদেরও দ্রুত চলে আসতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তাঁরা তখনই হুমকি দিয়ে রেখেছিলেন যে দাবি বাস্তবায়নে কোনো গড়িমসি দেখা গেলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন। সেই সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি বলেছিলেন, কর্তৃপক্ষকে সমর্থন জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির আহ্বায়ক পদে আছেন। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিভাগের কারিগরি অনুবিভাগের যুগ্ম সচিব।

ছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করতে পারছেন না। তিনি বলেন, আগেও এমন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ হয়নি। তাই এবারও একই ফল হতে পারে আশঙ্কায় সারা দেশের সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
সাব্বির আহমেদ আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং অন্য প্রতিনিধিদেরও দ্রুত চলে আসতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তাঁরা তখনই হুমকি দিয়ে রেখেছিলেন যে দাবি বাস্তবায়নে কোনো গড়িমসি দেখা গেলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন। সেই সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি বলেছিলেন, কর্তৃপক্ষকে সমর্থন জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির আহ্বায়ক পদে আছেন। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিভাগের কারিগরি অনুবিভাগের যুগ্ম সচিব।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৬ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে