উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে যুবলীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৯ অক্টোবর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন মিরপুর আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মফিজ (৫৫), মো. হাসান (৩০), যুবলীগ নেতা মো. রহিমের অনুসারী মো. সানি (২৮), মো. সাকিব (২২), মো. রাহিম (২২), মো. ইকবাল (১৭), মো. সুজন (৩২) ও মো. সিয়াম (২৪)।
গ্রেপ্তারের বিষয়ে মিরপুর আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজন মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।’
তিনি বলেন, ‘বাকি ছয় জনের মধ্যে চারজন যুবলীগের রহিমের অনুযারী এবং গত ৪ ও ৫ আগস্ট সক্রিয়ভাবে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এছাড়াও যুবলীগ নেতা রহিমের সঙ্গে তাদের বিভিন্ন সময়ের ছবিও রয়েছে।’
ওই সেনা কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নিতে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। বাকি ছয়জন চুরিসহ বিভিন্ন মামলার আসামি। যার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তাঁকে ওই মামলায় আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।’

সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে যুবলীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৯ অক্টোবর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন মিরপুর আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মফিজ (৫৫), মো. হাসান (৩০), যুবলীগ নেতা মো. রহিমের অনুসারী মো. সানি (২৮), মো. সাকিব (২২), মো. রাহিম (২২), মো. ইকবাল (১৭), মো. সুজন (৩২) ও মো. সিয়াম (২৪)।
গ্রেপ্তারের বিষয়ে মিরপুর আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজন মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।’
তিনি বলেন, ‘বাকি ছয় জনের মধ্যে চারজন যুবলীগের রহিমের অনুযারী এবং গত ৪ ও ৫ আগস্ট সক্রিয়ভাবে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এছাড়াও যুবলীগ নেতা রহিমের সঙ্গে তাদের বিভিন্ন সময়ের ছবিও রয়েছে।’
ওই সেনা কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নিতে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। বাকি ছয়জন চুরিসহ বিভিন্ন মামলার আসামি। যার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তাঁকে ওই মামলায় আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে