Ajker Patrika

এক রাতে তিন বাড়িতে দুর্বৃত্তের হানা, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
এক রাতে তিন বাড়িতে দুর্বৃত্তের হানা, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক রাতে তিন বাড়িতে ঘরের দরজা-জানালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তদের ব্যবহৃত ওষুধে একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার উপজেলার তেওতা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। 

স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা যেসব বাড়িতে লুট করেছে, সেসব বাড়ির টিউবওয়েলের ভেতর ও খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছিল। এতে বাড়ির সদস্যরা অসুস্থ ও অচেত হয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা, দরজা-জানালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন চুরি-ডাকাতি রোধে এলাকাবাসীকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। 

ভুক্তভোগী কৃঞ্চপুর গ্রামের মো. সায়েদুর রহমান বলেন, ‘রোববার দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে সরিষা খেত দেখতে যাই। এ সময় মাথা ঘুরছিল। দ্রুত বাড়িতে এসে শুয়ে পড়ি। এ সময় আমার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে ঘুমিয়ে পড়ে। বিষয়টি সন্দেহ হলে আত্মীয় ও থানায় কল দিয়ে পুলিশকে জানাই। পুলিশ সতর্ক থাকার পরামর্শ দেয়। রাতে ভাগিনা, শ্যালক, চাচাতো ভাই বাড়িতে পাহারায় থাকেন। একপর্যায়ে রাত ৩টার দিকে তারাও ঘুমিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।’ 

একই রাতে পাশের আব্দুল বাতেনের বাড়ির ঘরের তালা ও জানালার গ্রিল কাটে দুর্বৃত্তরা। পরে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। 

বাতেনের মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিগার সুলতানা বাবলি বলেন, ‘ঘটনার রাতে মা, নানি ও নানা ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তিনজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে আমাদের ভয় দেখিয়ে নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় চার ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা আমার ৯০ হাজার টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায়।’ 

একই কায়দায় ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতেও হানা দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন সজাগ থাকায় দ্রুত সটকে পড়েন তাঁরা। 

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহমেদ বলেন, ‘এ বিষয়ে থানায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এলাকায় চুরি-ডাকাতি রোধে থানা-পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্কও থাকতে বলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...