Ajker Patrika

শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, স্ত্রী-ছেলে দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, স্ত্রী-ছেলে দগ্ধ
বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জানালার থাইগ্লাস ভেঙে নিচে পড়ে, দরজা ছিটকে এদিক-সেদিক ছড়িয়ে যায়। স্বজনরা গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬)।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আব্দুল গফুর বলেন, ‘বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়িপাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল তালাবদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রান্নাঘরে এলোমেলোভাবে পড়ে থাকা হাড়ি-পাতিল। ছবি: সংগৃহীত
রান্নাঘরে এলোমেলোভাবে পড়ে থাকা হাড়ি-পাতিল। ছবি: সংগৃহীত

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে।’

বিস্ফোরণে রান্নাঘরের দরজা ভেঙে যায়। ছবি: সংগৃহীত
বিস্ফোরণে রান্নাঘরের দরজা ভেঙে যায়। ছবি: সংগৃহীত

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত