দুই বছরের সাজাপ্রাপ্তদের সাজা বাতিল না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের আদেশে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ ২০১৮ সালের ২৭ নভেম্বর ওই আদেশ দেন।
ওই আদেশের ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। সেই সঙ্গে আপিলে বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হলে সাংবিধানিকভাবে নির্বাচনের অযোগ্য হন।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েকজন বিচারাধীন আপিলে সাজা স্থগিতের জন্য আবেদন করেছিলেন। কারণ স্থগিত না হলে তারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেটার ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। আর সাজা কখনো স্থগিত হয় না।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার অযোগ্য হবেন।
হাইকোর্ট আদেশে বলেন, আবেদনকারীদের জামিন দেওয়া হয়েছে। তবে এটি বলা যায় না যে, তারা খালাস পেয়েছেন বা তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডিতদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা উপযুক্ত আদালতে বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আপিল আদালতে কারো জামিন হলে অথবা কোনোভাবে সাজা স্থগিত হলে দণ্ডিতদেরকে সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্যতার দায় থেকে অব্যাহতি দেয় না।
আবেদনকারীরা হচ্ছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া, মো.আব্দুল ওহাব, মো. মশিউর রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান।
আদালত তাদের বিষয়ে বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। তাই তাদের দণ্ডাদেশ স্থগিত করার কোনো সুযোগ নেই।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে