
অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে