নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে