নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে