নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীগঞ্জের কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশ তোলা হয়।
এ সময় নিহতের পরিবারের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় মারা যান তিনি। দাফনের ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ তোলা হলো।
নিহতের বড় ভাই অনিক বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা করি। সেই মামলায় তদন্তের জন্য আজ স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজই আবার দাফন করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজনসহ নারায়ণগঞ্জের যত শহীদ আছেন এই আন্দোলনে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বহু চিহ্নিত হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক ফরিদ আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের জন্য আজ কবর থেকে লাশ তোলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীগঞ্জের কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশ তোলা হয়।
এ সময় নিহতের পরিবারের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় মারা যান তিনি। দাফনের ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য লাশ তোলা হলো।
নিহতের বড় ভাই অনিক বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা করি। সেই মামলায় তদন্তের জন্য আজ স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজই আবার দাফন করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজনসহ নারায়ণগঞ্জের যত শহীদ আছেন এই আন্দোলনে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বহু চিহ্নিত হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক ফরিদ আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের জন্য আজ কবর থেকে লাশ তোলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে