Ajker Patrika

চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৪
চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, মৃত ওই যুবকের নাম আবুল হোসাইন (৩৭)। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১০ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫৩ জন। 
 
এর আগে ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে আটজন। 

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, দেশে এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। ঘুমানোর সময় মশারি টাঙানো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। তবেই, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত