নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার বিকেলে সেলিম আলতাফকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
সেলিম আলতাফের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান তোতা। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ সেপ্টেম্বর সেলিম আলতাফকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ফেট রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার ঘটনায় নিহত রনি হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও উসকানি দাতাদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ১ টার সময় মোহাম্মদপুর থানার নুরজাহান রোডের দক্ষিণ মাথায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে অটো রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে গত আট সেপ্টেম্বর নিহত রনির মা পারভীন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার বিকেলে সেলিম আলতাফকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
সেলিম আলতাফের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান তোতা। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ সেপ্টেম্বর সেলিম আলতাফকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ফেট রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার ঘটনায় নিহত রনি হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও উসকানি দাতাদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ১ টার সময় মোহাম্মদপুর থানার নুরজাহান রোডের দক্ষিণ মাথায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে অটো রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে গত আট সেপ্টেম্বর নিহত রনির মা পারভীন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৫ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১১ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে