নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধনের পর ফুটপাতে থাকা দোকানদার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছেন। এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণকে সেবা দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তাঁরা একটু দান করলে ১০ হাজার নয় ১ লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নিন।’
৫০ কোটি টাকা পেলে উন্নতমানের ক্যানসার সেন্টার করা সম্ভব উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যানসার রোগও বেড়ে গেছে। ক্যানসার হাসপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনি ডায়ালাইসিস করে। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আমরা ডায়ালাইসিস দিই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুকে সেবা দিতে পারতাম।’
জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।

সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধনের পর ফুটপাতে থাকা দোকানদার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছেন। এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণকে সেবা দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তাঁরা একটু দান করলে ১০ হাজার নয় ১ লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নিন।’
৫০ কোটি টাকা পেলে উন্নতমানের ক্যানসার সেন্টার করা সম্ভব উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যানসার রোগও বেড়ে গেছে। ক্যানসার হাসপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনি ডায়ালাইসিস করে। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আমরা ডায়ালাইসিস দিই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুকে সেবা দিতে পারতাম।’
জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে