
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে একত্রিত হয়েছি। গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষসহ এই কলেজের সকলকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখানে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমাদের প্রায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। কার্যক্রম চলছে অস্থায়ী ক্যাম্পাসে। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি একটি ১০তলা ভবনে তার শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছে, আমাদের শিক্ষার্থীরা একটি মনোরম পরিবেশ পেয়েছে। অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মিশতে পারছে, সেটা একটা বড় ঘটনা।
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (গুরুদয়াল সরকারি কলেজ) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় কেন দরকার? আপনারা ভাবছেন গুরুদয়াল সরকারি কলেজই তো আছে। এখানে ১৬টি বিষয়ে অনার্স এবং ১০টি বিষয়ে মাস্টার্স চালু আছে। যেটাকে আমরা উচ্চ শিক্ষা বলে থাকি। তাহলে আরেকটি প্রতিষ্ঠান কেন দরকার। বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ জ্ঞানের সৃজন করতে পারে, লালন করতে পারে। বিশ্ববিদ্যালয়টি ১০৩ একর জায়গাতে স্থাপিত হবে। আপনি ভাববেন না বিশ্ববিদ্যালয় ১০৩ একরে সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর যে কর্মকাণ্ড চলবে সে কর্মকাণ্ড একটি জনপদ তৈরি করবে।
তিনি বলেন, বিশ্বের অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় আগে প্রতিষ্ঠিত হয়েছে, পরে শহর প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দেশ প্রতিষ্ঠিত হয়েছে এমন অনেক কাহিনী আছে। বিশ্ববিদ্যালয় কিন্তু একদিনে গড়ে উঠে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা যেটা করবেন সেটা সুদূরপ্রসারী। অক্সফোর্ডের কথা যদি আমরা চিন্তা করি, অক্সফোর্ডের বয়স হয়েছে এক হাজার বছর। আর আমাদের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়টির বয়স সবেমাত্র ১০০ বছর।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরের অর্জন আর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ৪ বছর আগে এবং শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ১ বছর। আমাদের শিক্ষার্থীরা সবেমাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে। বীজ রোপণ করার পর চারাগাছ হলে যেভাবে পরিচর্যা করা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে সেভাবে পরিচর্যা করতে হবে।
বশেমুরবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বশেমুরবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. নূরুজ্জামান, বশেমুরবির ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, বশেমুরবির সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. মুশতাকুর রহমান। সঞ্চালনা করেন রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১২ মিনিট আগে