নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বই নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। তাঁদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও হামিদুল মিসবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মো. ইফতাবুল কামাল। খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আপিলের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ওই বইগুলো বেচাকেনার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন।’
এর আগে, এর আগে ২০২০ সালের ১৪ জুন কপিরাইট অফিস বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারীর প্রতি নির্দেশ দেন। পরে রেজিস্ট্রার অব কপিরাইটসের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগস্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই সময় রুল দিয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেওয়া আদেশ স্থগিত করেন আদালত।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে রায় দেন। সেই সঙ্গে কপিরাইট অফিসের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। এ কারণে কপিরাইট অফিসের সিদ্ধান্ত বহাল থাকে। যাতে মাসুদ রানা সিরিজের ২৬০ ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমেরই মালিকানা স্বত্ব বজায় থাকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি মারা যান কাজী আনোয়ার হোসেন।

মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বই নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। তাঁদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও হামিদুল মিসবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মো. ইফতাবুল কামাল। খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আপিলের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ওই বইগুলো বেচাকেনার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন।’
এর আগে, এর আগে ২০২০ সালের ১৪ জুন কপিরাইট অফিস বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারীর প্রতি নির্দেশ দেন। পরে রেজিস্ট্রার অব কপিরাইটসের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগস্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই সময় রুল দিয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেওয়া আদেশ স্থগিত করেন আদালত।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে রায় দেন। সেই সঙ্গে কপিরাইট অফিসের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। এ কারণে কপিরাইট অফিসের সিদ্ধান্ত বহাল থাকে। যাতে মাসুদ রানা সিরিজের ২৬০ ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমেরই মালিকানা স্বত্ব বজায় থাকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি মারা যান কাজী আনোয়ার হোসেন।

আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১২ মিনিট আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১৮ মিনিট আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
২১ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
২৩ মিনিট আগে