Ajker Patrika

‌অল্প সময়ের নোটিশে হল ছেড়ে কোথায় যাব, প্রশ্ন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাসের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সৃষ্ট অচলাবস্থার জেরে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আজ শনিবার দুপুরে। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কর্তৃপক্ষের এই নির্দেশ শুনে কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, একাডেমিক ভবন ও ছাত্রাবাস ঝুঁকিপূর্ণ হলেও দাবি পূরণ না হলে তাঁরা হল ত্যাগ করবেন না।

আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বী হলের সামনে এ কথা বলেন তাঁরা।

সিয়াম মোর্শেদ ও আলফাজ হোসেন নামের কলেজের দুই শিক্ষার্থী বলেন, ‌‘বিকেলে আমরা জানতে পেরেছি, কলেজ কর্তৃপক্ষ আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তারা আমাদের পরিষ্কার করে বলেনি, কেন আমরা হল ছাড়ব। এই অল্প সময়ের নোটিশে হল ছেড়ে কোথায় যাব?’

হল ত্যাগের বিষয়ে এই শিক্ষার্থীরা বলেন, ‌‘যদি ভবনের কাজ করার জন্য হল ত্যাগ করতে বলে, তাহলে হল ত্যাগ করতে সমস্যা নেই। তবে যদি আমাদের যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার জন্য এই নির্দেশ দেয়, তাহলে আমরা তা মানব না।’

শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনের জন্য একাডেমিক কাউন্সিল আজ জরুরি সভা করে। সেখানে ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করা হয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অনেকবার নোটিশ দেওয়া এবং বিকল্প আবাসন তৈরি করা সত্ত্বেও কলেজের কয়েকটি ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে হল খালি করা যাচ্ছে না।

এর ধারাবাহিকতায় নতুন ব্যাচ ৮২ স্বপ্রণোদিত বা প্ররোচিত হয়ে তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করে। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৮ মে থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে কয়েকবার তাঁরা স্বাস্থ্য উপদেষ্টা ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপিও দেন।

তাঁদের পাঁচ দফা দাবি হলো—

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে।

২. নতুন আবাসন তৈরির আগপর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।

৩. নতুন আবাসন ও বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাস করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

৪. পুরোনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে।

৫. কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত