Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুগ্রুপে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুগ্রুপে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।  

গতকাল শনিবার রাত ৯টায় (নাসিক) ৮ নং ওয়ার্ডের এনায়েতনগর লাকি বাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।  

নিহত কিশোর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুটি কিশোর গ্রুপের ঝামেলা হয়। সেই ঘটনার জেরে রাতে দু–গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে ইয়াছিন গুরুতর জখম হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এতে কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পরই উভয় গ্রুপ স্থান ত্যাগ করেছে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি। এ জন্যই রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত