Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুগ্রুপে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।  

গতকাল শনিবার রাত ৯টায় (নাসিক) ৮ নং ওয়ার্ডের এনায়েতনগর লাকি বাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।  

নিহত কিশোর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুটি কিশোর গ্রুপের ঝামেলা হয়। সেই ঘটনার জেরে রাতে দু–গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে ইয়াছিন গুরুতর জখম হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এতে কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পরই উভয় গ্রুপ স্থান ত্যাগ করেছে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি। এ জন্যই রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত