নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছা থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি ব্যাংক হিসাবে আছে ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। ৯ শেয়ার ও ২ গাড়ির মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
মালবিকা মুনশির রয়েছে রাজধানীর গুলশানে একটা জমি, একটি ব্যাংক হিসাব, পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।
দুদকের আবেদনে বলা হয়, টিপু মুনশি দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মোট ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে মামলা করেছে।
এই অবস্থায় আসামিদের নামীয় ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ, গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ হওয়া আবশ্যক।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছা থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি ব্যাংক হিসাবে আছে ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। ৯ শেয়ার ও ২ গাড়ির মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
মালবিকা মুনশির রয়েছে রাজধানীর গুলশানে একটা জমি, একটি ব্যাংক হিসাব, পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।
দুদকের আবেদনে বলা হয়, টিপু মুনশি দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মোট ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে মামলা করেছে।
এই অবস্থায় আসামিদের নামীয় ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ, গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ হওয়া আবশ্যক।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে