নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র্যাব হেফাজতে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাঁর পরিবারের নিরাপত্তাসহ চার দফা দাবিও তোলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আসকের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সংগঠনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর।
আবু আহমেদ ফয়জুল কবীর বলেন, ‘এ ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, যার মধ্য দিয়ে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে।’
পরিবারের বরাত দিয়ে ফয়জুল কবীর বলেন, সুলতানা জেসমিনের পরিবার দাবি করেছে, র্যাব হেফাজতে নির্যাতনের শিকার হয়েই তাঁর মৃত্যু ঘটেছে এবং সুলতানা জেসমিন ষড়যন্ত্রের শিকার। তিনি হৃদ্রোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন না। এ ছাড়া আটকের আগে তাঁর মাথায় বা শরীরে কিংবা হাতের কোনো অংশে জখম বা আঘাতের চিহ্ন ছিল না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসকের নির্বাহী পরিচালক মো. নূর খান লিটন বলেন, এ ঘটনার তদন্ত কার্যক্রমে যেন র্যাব ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সব যোগাযোগের ক্ষেত্রে বিরত থাকে। কারণ এ ঘটনার সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের মধ্যে অস্বস্তি আছে। এসংক্রান্ত সব কাজই পুলিশের মাধ্যমে করালে কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঘটনার পরপরই র্যাবের পক্ষ থেকে সুলতানা জেসমিনের ছেলেকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে নানা রকম প্রশ্ন করা হয়েছে। এটা নিছক জিজ্ঞাসাবাদ, নাকি প্রচ্ছন্ন হুমকি, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়।’
সুলতানা জেসমিনকে তুলে নিয়ে যাওয়া থেকে দাফন পর্যন্ত র্যাব কোনো ধরনের আইনের তোয়াক্কা করেনি বলেও দাবি করেছেন এই মানবাধিকারকর্মী। মামলায় অভিযোগকারীর দাবিগুলো নাটকীয় বলেও আখ্যা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে।
সুলতানা জেসমিনের সঙ্গে হওয়া ঘটনাকে স্পষ্ট মানব ও নারী অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আসকের প্রোগ্রাম পরিচালক নীনা গোস্বামী।
এ ঘটনায় আসকের দাবিগুলো হলো, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, যার মধ্যে দিয়ে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে; সুলতানা জেসমিনের মৃত্যুর পরপরই তাঁর সন্তান শাহেদ হোসেন সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী র্যাব ক্যাম্পে কেন নেওয়া হয়েছিল এবং কোন পর্যায়ের কর্মকর্তারা সৈকতকে কী ধরনের বার্তা দিয়েছিল, তা খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করা; সুলতানা জেসমিনের একমাত্র সন্তান শাহেদ হোসেন সৈকতসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা; র্যাবের পক্ষ থেকে সুলতানা জেসমিনের মৃত্যুর পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের নামে কার্যত চাপ প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখা এবং র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ তাঁর পরিবারকে প্রদান করা।

র্যাব হেফাজতে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাঁর পরিবারের নিরাপত্তাসহ চার দফা দাবিও তোলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আসকের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সংগঠনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর।
আবু আহমেদ ফয়জুল কবীর বলেন, ‘এ ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, যার মধ্য দিয়ে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে।’
পরিবারের বরাত দিয়ে ফয়জুল কবীর বলেন, সুলতানা জেসমিনের পরিবার দাবি করেছে, র্যাব হেফাজতে নির্যাতনের শিকার হয়েই তাঁর মৃত্যু ঘটেছে এবং সুলতানা জেসমিন ষড়যন্ত্রের শিকার। তিনি হৃদ্রোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন না। এ ছাড়া আটকের আগে তাঁর মাথায় বা শরীরে কিংবা হাতের কোনো অংশে জখম বা আঘাতের চিহ্ন ছিল না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসকের নির্বাহী পরিচালক মো. নূর খান লিটন বলেন, এ ঘটনার তদন্ত কার্যক্রমে যেন র্যাব ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সব যোগাযোগের ক্ষেত্রে বিরত থাকে। কারণ এ ঘটনার সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের মধ্যে অস্বস্তি আছে। এসংক্রান্ত সব কাজই পুলিশের মাধ্যমে করালে কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঘটনার পরপরই র্যাবের পক্ষ থেকে সুলতানা জেসমিনের ছেলেকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে নানা রকম প্রশ্ন করা হয়েছে। এটা নিছক জিজ্ঞাসাবাদ, নাকি প্রচ্ছন্ন হুমকি, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়।’
সুলতানা জেসমিনকে তুলে নিয়ে যাওয়া থেকে দাফন পর্যন্ত র্যাব কোনো ধরনের আইনের তোয়াক্কা করেনি বলেও দাবি করেছেন এই মানবাধিকারকর্মী। মামলায় অভিযোগকারীর দাবিগুলো নাটকীয় বলেও আখ্যা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে।
সুলতানা জেসমিনের সঙ্গে হওয়া ঘটনাকে স্পষ্ট মানব ও নারী অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আসকের প্রোগ্রাম পরিচালক নীনা গোস্বামী।
এ ঘটনায় আসকের দাবিগুলো হলো, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, যার মধ্যে দিয়ে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে; সুলতানা জেসমিনের মৃত্যুর পরপরই তাঁর সন্তান শাহেদ হোসেন সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী র্যাব ক্যাম্পে কেন নেওয়া হয়েছিল এবং কোন পর্যায়ের কর্মকর্তারা সৈকতকে কী ধরনের বার্তা দিয়েছিল, তা খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করা; সুলতানা জেসমিনের একমাত্র সন্তান শাহেদ হোসেন সৈকতসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা; র্যাবের পক্ষ থেকে সুলতানা জেসমিনের মৃত্যুর পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের নামে কার্যত চাপ প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখা এবং র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ তাঁর পরিবারকে প্রদান করা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৪ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে