
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন।
সেনাবাহিনী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছাড়েন।
কারখানার শারমিন আক্তার বলেন, ‘আমাদের দুই মাসের বেতন ও বিভিন্ন ভাতা দিচ্ছে না কর্তৃপক্ষ। এর আগে বেতন-ভাতা নিয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের পাওনা পরিশোধ করেননি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি কী জন্য, বোঝেন না? পেটের দায়ে বৃষ্টির মধ্যে ভিজে আন্দোলন করছি।’
আরে শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘দেই, দিচ্ছি–এসব বলে কারখানা কর্তৃপক্ষ দুই মাস পার করে ফেলেছেন। বেতন না পেলে আমাদের সংসার কী করে চলবে আপনারাই বলেন। বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

শ্রমিক রানি আক্তার বলেন, ‘মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পেটের দায়ে এর মধ্যেই সড়কে নামতে হয়েছে। বেতন ছাড়া আমাদের সংসার চলছে না। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সমস্যা সমাধানের অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো ফল পাইনি।’
এইচডিএফ অ্যাপারেলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিপু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই তাঁরা (শ্রমিকেরা) মহাসড়ক অবরোধে নামেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বকেয়ো বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা এসে যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে