নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ছয়টি বড় প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির পরিকল্পনা করে পোলট্রি শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রান্তিক ডিলারদের খামারি সংগঠন ‘বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন’। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। তিন জানান, এরই মধ্যে ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁরা আবেদন করেছেন। এটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যাবে। তাই সরকারের এই দুই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, তারা যাতে এই আমদানির অনুমতি না দেয়। তিনি আরও দাবি করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে এরই মধ্যে ১ লাখ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। আর নতুন করে ডিম আমদানি করা হলে এবং পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ৪০ থেকে ৫০ লাখ লোক বেকার হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পোলট্রির খাবার ও বাচ্চার দাম বাড়িয়ে এবং প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে করপোরেট কোম্পানিগুলো।’
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট থেকে পোলট্রি সেক্টরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া, ডিম আমদানির অনুমতি না দেওয়া, পোলট্রি খাদ্যের ওপর সরকারি ভর্তুকি দেওয়া, পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদারসহ অন্যরা।

দেশের ছয়টি বড় প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির পরিকল্পনা করে পোলট্রি শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রান্তিক ডিলারদের খামারি সংগঠন ‘বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন’। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। তিন জানান, এরই মধ্যে ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁরা আবেদন করেছেন। এটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যাবে। তাই সরকারের এই দুই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, তারা যাতে এই আমদানির অনুমতি না দেয়। তিনি আরও দাবি করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে এরই মধ্যে ১ লাখ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। আর নতুন করে ডিম আমদানি করা হলে এবং পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ৪০ থেকে ৫০ লাখ লোক বেকার হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পোলট্রির খাবার ও বাচ্চার দাম বাড়িয়ে এবং প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে করপোরেট কোম্পানিগুলো।’
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট থেকে পোলট্রি সেক্টরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া, ডিম আমদানির অনুমতি না দেওয়া, পোলট্রি খাদ্যের ওপর সরকারি ভর্তুকি দেওয়া, পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদারসহ অন্যরা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে