নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ছয়টি বড় প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির পরিকল্পনা করে পোলট্রি শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রান্তিক ডিলারদের খামারি সংগঠন ‘বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন’। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। তিন জানান, এরই মধ্যে ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁরা আবেদন করেছেন। এটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যাবে। তাই সরকারের এই দুই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, তারা যাতে এই আমদানির অনুমতি না দেয়। তিনি আরও দাবি করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে এরই মধ্যে ১ লাখ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। আর নতুন করে ডিম আমদানি করা হলে এবং পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ৪০ থেকে ৫০ লাখ লোক বেকার হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পোলট্রির খাবার ও বাচ্চার দাম বাড়িয়ে এবং প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে করপোরেট কোম্পানিগুলো।’
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট থেকে পোলট্রি সেক্টরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া, ডিম আমদানির অনুমতি না দেওয়া, পোলট্রি খাদ্যের ওপর সরকারি ভর্তুকি দেওয়া, পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদারসহ অন্যরা।

দেশের ছয়টি বড় প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির পরিকল্পনা করে পোলট্রি শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রান্তিক ডিলারদের খামারি সংগঠন ‘বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন’। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার। তিন জানান, এরই মধ্যে ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁরা আবেদন করেছেন। এটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যাবে। তাই সরকারের এই দুই মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, তারা যাতে এই আমদানির অনুমতি না দেয়। তিনি আরও দাবি করেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে এরই মধ্যে ১ লাখ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। আর নতুন করে ডিম আমদানি করা হলে এবং পোলট্রি খাদ্যের দাম বাড়তে থাকলে ৪০ থেকে ৫০ লাখ লোক বেকার হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পোলট্রির খাবার ও বাচ্চার দাম বাড়িয়ে এবং প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে করপোরেট কোম্পানিগুলো।’
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট থেকে পোলট্রি সেক্টরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া, ডিম আমদানির অনুমতি না দেওয়া, পোলট্রি খাদ্যের ওপর সরকারি ভর্তুকি দেওয়া, পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদারসহ অন্যরা।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৩ মিনিট আগে