নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় রোটারি ইন্টারন্যাশনাল। আজ শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশে রোটারির নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এই কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক এ জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে সাতটি লক্ষ্য রয়েছে, তার সঙ্গে এসডিজির সঙ্গে মিল আছে। তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনে আমরা সরকারের সঙ্গে কাজ করব। এ জন্য খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়, বিভাগ, প্রচারযন্ত্র যারাই আছে, সবাই এখন কোনো না কোনোভাবে এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে যুক্ত। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বা কেউ এ বিষয়ে কাজ করলে সেটাও জাতিসংঘের ট্র্যাকারে যায়। সব দেশের মানুষ দেখতে পায়। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ১৬৬ দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। আরও ভালো করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ‘এখন আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা আছে, তাঁদের নিয়ে এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করতে চাই। সে ক্ষেত্রে রোটারিয়ানরা সমাজের অত্যন্ত অগ্রসরমাণ অংশ, একটি সফল গোষ্ঠী।’
রোটারির সাতটি অগ্রাধিকার হলো—শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ।
রোটারির নেতারা বলেন, ২০২৪-২৫ বছরে বাংলাদেশে রোটারি কী কী কাজ করবে, সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনার’। এতে সারা দেশের ৩০০ ক্লাবের ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের এসডিজিবিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য দেন।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় রোটারি ইন্টারন্যাশনাল। আজ শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশে রোটারির নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এই কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক এ জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে সাতটি লক্ষ্য রয়েছে, তার সঙ্গে এসডিজির সঙ্গে মিল আছে। তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনে আমরা সরকারের সঙ্গে কাজ করব। এ জন্য খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়, বিভাগ, প্রচারযন্ত্র যারাই আছে, সবাই এখন কোনো না কোনোভাবে এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে যুক্ত। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বা কেউ এ বিষয়ে কাজ করলে সেটাও জাতিসংঘের ট্র্যাকারে যায়। সব দেশের মানুষ দেখতে পায়। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ১৬৬ দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। আরও ভালো করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ‘এখন আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা আছে, তাঁদের নিয়ে এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করতে চাই। সে ক্ষেত্রে রোটারিয়ানরা সমাজের অত্যন্ত অগ্রসরমাণ অংশ, একটি সফল গোষ্ঠী।’
রোটারির সাতটি অগ্রাধিকার হলো—শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ।
রোটারির নেতারা বলেন, ২০২৪-২৫ বছরে বাংলাদেশে রোটারি কী কী কাজ করবে, সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনার’। এতে সারা দেশের ৩০০ ক্লাবের ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের এসডিজিবিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে