নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৮ বছর আগে ২০১৪ সালে পেট্রোবাংলার কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর একটি পদে চাকরির আবেদন করেন প্রবীর চন্দ্র দাস। তবে লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলেও আর এ বিষয়ে কোনো ডাক আসেনি। তারপর বিভিন্ন জায়গায় চাকরির পর বর্তমানে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ৮ বছর পর শুক্রবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে তাকেও চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আজকের পত্রিকাকে প্রবীর চন্দ্র দাস বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য কলিং লেটার দেখে অবাক হলাম।’
বাপেক্সকে কটাক্ষ করে প্রবীর চন্দ্র বলেন, ‘তবুও অসংখ্য ধন্যবাদ বাপেক্স কর্তৃপক্ষকে সেই স্বপ্ন দেখার দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, যখন এক একটা চাকরির আবেদন করা মানেই ছিল এক একটা সোনার হরিণের পেছনে অবিরাম ছুটে চলার গল্প। বাপেক্স এর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের প্রশাসনিক জটিলতার উদাহরণ কাম্য নয়।’
শুক্রবার বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ২০১৪–১৫ সালে চাকরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বাপেক্স ভবনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। কাগজপত্র জমা না দিলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে না।
২০১৪ সালে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাপেক্স। সে সময় যারা আবেদন করেছিলেন, তাদের এখন চাকরির বয়স নেই। আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাও হয়েছেন।
তবে বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর গণমাধ্যমকে জানিয়েছেন, আবেদনকারীরা যাতে নিয়োগ থেকে বঞ্চিত না হয় সে জন্য দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে।

৮ বছর আগে ২০১৪ সালে পেট্রোবাংলার কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর একটি পদে চাকরির আবেদন করেন প্রবীর চন্দ্র দাস। তবে লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলেও আর এ বিষয়ে কোনো ডাক আসেনি। তারপর বিভিন্ন জায়গায় চাকরির পর বর্তমানে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ৮ বছর পর শুক্রবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে তাকেও চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আজকের পত্রিকাকে প্রবীর চন্দ্র দাস বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য কলিং লেটার দেখে অবাক হলাম।’
বাপেক্সকে কটাক্ষ করে প্রবীর চন্দ্র বলেন, ‘তবুও অসংখ্য ধন্যবাদ বাপেক্স কর্তৃপক্ষকে সেই স্বপ্ন দেখার দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, যখন এক একটা চাকরির আবেদন করা মানেই ছিল এক একটা সোনার হরিণের পেছনে অবিরাম ছুটে চলার গল্প। বাপেক্স এর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের প্রশাসনিক জটিলতার উদাহরণ কাম্য নয়।’
শুক্রবার বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ২০১৪–১৫ সালে চাকরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বাপেক্স ভবনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। কাগজপত্র জমা না দিলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে না।
২০১৪ সালে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাপেক্স। সে সময় যারা আবেদন করেছিলেন, তাদের এখন চাকরির বয়স নেই। আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাও হয়েছেন।
তবে বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর গণমাধ্যমকে জানিয়েছেন, আবেদনকারীরা যাতে নিয়োগ থেকে বঞ্চিত না হয় সে জন্য দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে।

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।
১১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ নিয়ে পঞ্চগড়ে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে