Ajker Patrika

মুগদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০: ৫৯
মুগদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত সোলেমানের বোনজামাই মতিউর রহমান বলেন, ‘সোলেমানের মুগদার মান্ডায় নিজেদের বাড়ি। বাবার নাম শাহজাহান মিয়া। বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকত। গতকাল রাতে সোলেমান মান্ডার বাসায় যায় কাজে। সেখান থেকে মোটরসাইকেলে চেপে খিলগাঁওয়ের বাসায় ফিরছিল। মুগদা আইডিয়াল স্কুলের সামনে এলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত