নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে