Ajker Patrika

নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে অজ্ঞাতনামা ঘাতক নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যা করে রান্না ঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা সদরের দুয়াজানী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের আব্দুল মিয়ার সঙ্গে প্রথমে বিয়ে হয় লালবানুর। আব্দুল মিয়া প্রায় ১২ বছর আগে মারা যান। তাঁর মৃত্যুর ২ বছর পর স্ত্রী লালভানু বঙ্গবটিয়া গ্রামের মো. বাবুল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। ঘটনার দিন সকালে বাবুল মিয়া বাড়ি থেকে কীটনাশক সার নিয়ে জমিতে যায়। লালভানু সকালের খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। এ সময় তাঁকে লাঠি দিয়ে কে বা কারা পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। 

লালভানুর স্বামী বাবুল মিয়া বলেন, আমি সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। আনুমানিক ৮টার দিকে হত্যাকাণ্ডের সংবাদ পাই। দ্রুত বাড়িতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখি। 

এ দিকে এ হত্যা কাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

এ ব্যাপারে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত