নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাপ্তান বাজারসংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে আগুনে দগ্ধদের মধ্যে রাজু দাস (৩৬) ও শান্তি রানী দাস (২৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিনের মাথায় গতকাল মারা যান রাজু দাস। তাঁর এক দিন না পেরোতেই আজ সকালে মারা যান তাঁর স্ত্রী শান্তি রানী দাস।
মৃত্যুর সংবাদ আজকের পত্রিকাকে জানিয়েছেন শান্তি রানী দাসের বড় বোন অপু রানী দাস। তিনি বলেন, ‘আজ সকালে আমার বোন শান্তি মারা গেছে। গতকাল মারা গেছেন আমার বোনের স্বামী। আমরা এখন লাশ বুঝে নেওয়ার চেষ্টা করছি।’
এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আইসিইউতে মারা গেছেন শান্তি রানী দাস। তিনি ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় শান্তি রানী দাসের শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়, পুড়ে যায় শ্বাসনালিও। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিফেন্সিভ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল ৷ দগ্ধ হওয়ার ছয় দিনের মাথায় শান্তি প্রাণ হারালেন ৷ এর আগে গতকাল প্রাণ হারান শান্তির স্বামী রাজু দাস ৷ রাজুর শরীরে দগ্ধ হয়েছিল ২৮ ভাগ। তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছিল।
গত ২৭ মার্চ মধ্যরাতে আগুন লাগে কাপ্তান বাজারের জয়কালী মন্দিরসংলগ্ন সুইপার কলোনিতে। এতে দগ্ধ হয়ে সাতজন চিকিৎসা নিতে আসে বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে আফজাল ও গীতা রানী দে নামের দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বাকি পাঁচজন একই পরিবারের সদস্য দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছিল। তাদের মধ্যে স্বামী-স্ত্রী দুজন ইতমধ্যে প্রাণ হারিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছে রাজুর দুই শিশুসন্তান কৃষ্ণা দাস (৭) ও লক্ষ্মণ দাস (৩)। অন্যজন রাজুর মা কান্তা দাস (৬০)। এদের মধ্যে কৃষ্ণার শরীর দগ্ধ হয়েছে ১৮ ভাগ, লক্ষ্মণের শরীর দগ্ধ ১৫ ভাগ ও কান্তার শরীর দগ্ধ ১০ ভাগ।

রাজধানীর কাপ্তান বাজারসংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে আগুনে দগ্ধদের মধ্যে রাজু দাস (৩৬) ও শান্তি রানী দাস (২৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিনের মাথায় গতকাল মারা যান রাজু দাস। তাঁর এক দিন না পেরোতেই আজ সকালে মারা যান তাঁর স্ত্রী শান্তি রানী দাস।
মৃত্যুর সংবাদ আজকের পত্রিকাকে জানিয়েছেন শান্তি রানী দাসের বড় বোন অপু রানী দাস। তিনি বলেন, ‘আজ সকালে আমার বোন শান্তি মারা গেছে। গতকাল মারা গেছেন আমার বোনের স্বামী। আমরা এখন লাশ বুঝে নেওয়ার চেষ্টা করছি।’
এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আইসিইউতে মারা গেছেন শান্তি রানী দাস। তিনি ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় শান্তি রানী দাসের শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়, পুড়ে যায় শ্বাসনালিও। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিফেন্সিভ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল ৷ দগ্ধ হওয়ার ছয় দিনের মাথায় শান্তি প্রাণ হারালেন ৷ এর আগে গতকাল প্রাণ হারান শান্তির স্বামী রাজু দাস ৷ রাজুর শরীরে দগ্ধ হয়েছিল ২৮ ভাগ। তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছিল।
গত ২৭ মার্চ মধ্যরাতে আগুন লাগে কাপ্তান বাজারের জয়কালী মন্দিরসংলগ্ন সুইপার কলোনিতে। এতে দগ্ধ হয়ে সাতজন চিকিৎসা নিতে আসে বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে আফজাল ও গীতা রানী দে নামের দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বাকি পাঁচজন একই পরিবারের সদস্য দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছিল। তাদের মধ্যে স্বামী-স্ত্রী দুজন ইতমধ্যে প্রাণ হারিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছে রাজুর দুই শিশুসন্তান কৃষ্ণা দাস (৭) ও লক্ষ্মণ দাস (৩)। অন্যজন রাজুর মা কান্তা দাস (৬০)। এদের মধ্যে কৃষ্ণার শরীর দগ্ধ হয়েছে ১৮ ভাগ, লক্ষ্মণের শরীর দগ্ধ ১৫ ভাগ ও কান্তার শরীর দগ্ধ ১০ ভাগ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে