নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডার আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ে বকেয়া বেতন চাওয়ায় মোশারফ হোসেন (৪৮) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর পরিচিত মো. বিল্লাল হোসেন ও বাড্ডা থানা-পুলিশ।
বিল্লাল হোসেন জানান, ওই বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছিলেন মোশারফ। গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। সেই বেতনের টাকা চাইতে ফ্ল্যাট মালিক ফজলুল হকের চতুর্থ তলার ফ্ল্যাটে গেলে তিনি মোশারফের ওপর ক্ষিপ্ত হন। বাসার নিচে গিয়ে দাঁড়াতে বলে। পরে ফজলুল হক এবং তাঁর এক ভাতিজা রড, ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় ও পায়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে তিনি মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ১০টি সেলাই পরেছে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক ফজলুল হক বলেন, ‘মোশারফের অভিযোগ সবই মিথ্যা। বরং গতকাল রাতেও গেটে তালা দিয়ে রেখেছিল, আমাকে বের হতে দেয়নি। আজকে সকালেও আমি যখন বের হতে যাই তখন গেটে তালা দিয়ে রাখে আমাকে বের হতে দেয়নি। একপর্যায়ে সে মাছ কাটার দা নিয়ে আসে আমাকে মারতে। তখন ধাক্কাধাক্কিতে সে পড়ে গেলে গেটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথায় আঘাত পেয়েছে।’ কেন তাঁকে গেটে তালা দিয়ে বের হতে দেয়নি—সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা শুনেছি। তবে কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

রাজধানীর বাড্ডার আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ে বকেয়া বেতন চাওয়ায় মোশারফ হোসেন (৪৮) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর পরিচিত মো. বিল্লাল হোসেন ও বাড্ডা থানা-পুলিশ।
বিল্লাল হোসেন জানান, ওই বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছিলেন মোশারফ। গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। সেই বেতনের টাকা চাইতে ফ্ল্যাট মালিক ফজলুল হকের চতুর্থ তলার ফ্ল্যাটে গেলে তিনি মোশারফের ওপর ক্ষিপ্ত হন। বাসার নিচে গিয়ে দাঁড়াতে বলে। পরে ফজলুল হক এবং তাঁর এক ভাতিজা রড, ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় ও পায়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে তিনি মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ১০টি সেলাই পরেছে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক ফজলুল হক বলেন, ‘মোশারফের অভিযোগ সবই মিথ্যা। বরং গতকাল রাতেও গেটে তালা দিয়ে রেখেছিল, আমাকে বের হতে দেয়নি। আজকে সকালেও আমি যখন বের হতে যাই তখন গেটে তালা দিয়ে রাখে আমাকে বের হতে দেয়নি। একপর্যায়ে সে মাছ কাটার দা নিয়ে আসে আমাকে মারতে। তখন ধাক্কাধাক্কিতে সে পড়ে গেলে গেটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথায় আঘাত পেয়েছে।’ কেন তাঁকে গেটে তালা দিয়ে বের হতে দেয়নি—সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা শুনেছি। তবে কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে