ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন।
পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।
রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন।
পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।
রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২২ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে