শুধু মাছ উৎপাদন করলেই হবে না, রপ্তানি আয় বাড়াতে উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ (ই-ট্রেসিবিলিটি) নিশ্চিত করতে হবে। এটা মৎস্য রপ্তানি বাড়াতে বিরাট ভূমিকা রাখবে। আজ রোববার রাজধানী মৎস্য অধিদপ্তর মিলনায়তনে ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এসব কথা বলেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর বলেন, ‘উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে রপ্তানির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল মৎস্য থেকে ১৫ হাজার কোটি টাকা আয় করা হবে। বিশ্বের ৫২ দেশে মাছ রপ্তানি হয়। আগামী দিনে মৎস্য সেক্টরে বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সেক্টর সবার আগে।’
সেমিনারে জানানো হয়, উৎস শনাক্তকরণ নিশ্চিত করা গেলে নিরাপদ খাদ্য পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়া সহজ হবে। রপ্তানি বাণিজ্যে বহির্বিশ্বের ক্রেতাদের আস্থা অর্জন সম্ভব হবে। এতে মৎস্য খাতে রপ্তানি আয় অনেক বেড়ে যাবে।
ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) বলেন, ‘নিরাপদ খাদ্য সরবরাহ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মৎস্য সেক্টরে উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করতে গেলে মৎস্য সেক্টর অনেক অবদান রাখতে পারে। রপ্তানি বাড়াতে মৎস্য উৎপাদনেও বিশেষ নজর দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রউফ, নিউজ ২৪ টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে