
রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় করা মামলায় মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোববার পরোয়ানা জারির পর দুপুরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ আরও বলেন, রোববার ট্রাইব্যুনালে চারটি আবেদনের ওপর শুনানি হয়। প্রথমটি রাজধানী ঢাকার চানখাঁরপুলের কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য। ট্রাইব্যুনাল তাঁকে আগামী ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
অন্য তিনটি আবেদন ছিল আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় হতাহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে। ট্রাইব্যুনাল সে সব আবেদন মঞ্জুর করে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৭ মিনিট আগে