Ajker Patrika

উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৬
সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত
সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় করা মামলায় মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোববার পরোয়ানা জারির পর দুপুরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ আরও বলেন, রোববার ট্রাইব্যুনালে চারটি আবেদনের ওপর শুনানি হয়। প্রথমটি রাজধানী ঢাকার চানখাঁরপুলের কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য। ট্রাইব্যুনাল তাঁকে আগামী ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

অন্য তিনটি আবেদন ছিল আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় হতাহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে। ট্রাইব্যুনাল সে সব আবেদন মঞ্জুর করে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত