নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আরফান উল্লাহ দামাল।
গত শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করলে তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
এর আগে গত ২ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তার আগে দামালকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা টিপু ও প্রীতি হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্য ও প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার উৎস বিস্তারিতভাবে জানা প্রয়োজন। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে তথ্য উদ্ধার করতেও এদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, এই মামলায় শুটার মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আরফান উল্লাহ দামাল।
গত শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করলে তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
এর আগে গত ২ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তার আগে দামালকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা টিপু ও প্রীতি হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্য ও প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার উৎস বিস্তারিতভাবে জানা প্রয়োজন। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে তথ্য উদ্ধার করতেও এদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, এই মামলায় শুটার মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
৭ মিনিট আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
৯ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
১২ মিনিট আগে
একটি কাভার্ডভ্যান পাশের একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক বাবুলকে চাপা দেয়। এ ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে এর চালক পালিয়ে যায়।
১৪ মিনিট আগে