আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকবাজারে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও চকবাজার থানা-পুলিশ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
দুই দিন ধরে পরিচালিত অভিযানে গ্রেপ্তাররা হলেন—মো. হুমায়ুন কবির (২৮), মো. আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৫), মো. নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।
উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল চকবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে পশ্চিম ইসলামবাগের একটি ভাড়া করা বাসা থেকে ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সেসব পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি লাঠি, ইট, লোহার রড ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করে। এ সময় তাঁরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. শওকত আলীকে এলোপাতাড়ি মারধর করে। হামলায় গুরুতর আহত মো. শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা পিকআপটি ভাঙচুর করে ৪০ বস্তা পলিথিন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ছয়জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করে পরিবেশ অধিদপ্তর।
তালেবুর রহমান বলেন, এ ঘটনায় চকবাজার থানা এলাকা থেকে প্রথমে মো. হুমায়ুন কবির ও মো. আরিফুল ইসলাম নামে দুজনকে এবং পরে খোকন, শাহাবুদ্দিন, মো. নাজমুল হাসান উজ্জ্বল ও মো. সুমন নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকবাজারে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও চকবাজার থানা-পুলিশ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
দুই দিন ধরে পরিচালিত অভিযানে গ্রেপ্তাররা হলেন—মো. হুমায়ুন কবির (২৮), মো. আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৫), মো. নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।
উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল চকবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে পশ্চিম ইসলামবাগের একটি ভাড়া করা বাসা থেকে ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সেসব পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি লাঠি, ইট, লোহার রড ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করে। এ সময় তাঁরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. শওকত আলীকে এলোপাতাড়ি মারধর করে। হামলায় গুরুতর আহত মো. শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা পিকআপটি ভাঙচুর করে ৪০ বস্তা পলিথিন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ছয়জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করে পরিবেশ অধিদপ্তর।
তালেবুর রহমান বলেন, এ ঘটনায় চকবাজার থানা এলাকা থেকে প্রথমে মো. হুমায়ুন কবির ও মো. আরিফুল ইসলাম নামে দুজনকে এবং পরে খোকন, শাহাবুদ্দিন, মো. নাজমুল হাসান উজ্জ্বল ও মো. সুমন নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৪১ মিনিট আগে