Ajker Patrika

টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ল ঝুটের গুদামসহ ৩০ দোকান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ দোকানপাট দাউ দাউ করছে জ্বলছে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ দোকানপাট দাউ দাউ করছে জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

শাহিন আলম আরও বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গেলেও সেখানে আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। এর জন্য কাজে বেগ পেতে হয়। পরে পাশের উত্তরা ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে ঝুট গুদামের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আজ ভোরে ঝুট গুদামের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ঝুট গুদাম থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই জ্যেষ্ঠা কর্মকর্তা বলেন, আগুনে প্রায় ৩০টি দোকানঘর পুড়ে গেছে। সেখানে ঝুট গুদাম ছাড়াও রঙের গুদাম, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত