Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
নিহত খালিদ হাসান ফেরদৌস। ছবি: সংগৃহীত
নিহত খালিদ হাসান ফেরদৌস। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালিদ হাসান ফেরদৌস (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে জাজিরা পৌর কবরস্থান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান ফেরদৌস উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের মফিজ খানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ফেরদৌস ছিলেন বড়। তিনি মোটরসাইকেলের মেকানিক হিসেবে কাজ করতেন। জাজিরা পুরোনো বাজারে তাঁর দোকান আছে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন। তিনি বলেন, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবারের কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ হাসান ফেরদৌস প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জাজিরা পুরোনো বাজারের উদ্দেশ্যে রওনা হন। জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে তাঁর মোটরসাইকেলের। এতে মাথায় ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান ফেরদৌস।

স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক দিয়ে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু পার হয়ে মাওয়া পৌঁছালে অ্যাম্বুলেন্সেই মারা যান ফেরদৌস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত