টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে যুবদল নেতা মালেক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাগরদিঘির ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঘাটাইল-বাসাইল আমলি আদালতের বিচারক ফারজানা হাসনাত এ রিমান্ড মঞ্জুর করেন।
হেকমত শিকদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্যদিকে নিহত মালেক সাগরদিঘি ইউনিয়নের নেছার আলীর ছেলে এবং ইউনিয়ন যুবদল শাখার তৎকালীন সহসভাপতি ছিলেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গাইল কারাগার থেকে সোমবার সকালে হেকমত সিকদারকে আদালতে আনা হয়। রিমান্ড মঞ্জুরের পর হেকমত সিকদারকে পুনরায় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সিআইডির সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিবে।’
টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, ‘সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। সোমবার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় মালেক নিহত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে হেকমত শিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পরে নিহত মালেকের স্ত্রী বাদী হয়ে হেকমত শিকদারকে প্রধান আসামি করে ২৩ জনের নামে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালত ঘাটাইল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। সেই মোতাবেক ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আদালতের নির্দেশনা অনুযায়ী ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি থানায় এজাহারভুক্ত করেন। ঘাটাইল থানা মামলা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পরে বাদী অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে আদালত জেলা গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জেলা গোয়েন্দা বিভাগও মামলার তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী আবারও নারাজি দিলে আদালত জেলা সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে যুবদল নেতা মালেক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাগরদিঘির ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঘাটাইল-বাসাইল আমলি আদালতের বিচারক ফারজানা হাসনাত এ রিমান্ড মঞ্জুর করেন।
হেকমত শিকদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্যদিকে নিহত মালেক সাগরদিঘি ইউনিয়নের নেছার আলীর ছেলে এবং ইউনিয়ন যুবদল শাখার তৎকালীন সহসভাপতি ছিলেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গাইল কারাগার থেকে সোমবার সকালে হেকমত সিকদারকে আদালতে আনা হয়। রিমান্ড মঞ্জুরের পর হেকমত সিকদারকে পুনরায় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সিআইডির সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিবে।’
টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, ‘সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। সোমবার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় মালেক নিহত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে হেকমত শিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পরে নিহত মালেকের স্ত্রী বাদী হয়ে হেকমত শিকদারকে প্রধান আসামি করে ২৩ জনের নামে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালত ঘাটাইল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। সেই মোতাবেক ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আদালতের নির্দেশনা অনুযায়ী ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি থানায় এজাহারভুক্ত করেন। ঘাটাইল থানা মামলা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পরে বাদী অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে আদালত জেলা গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জেলা গোয়েন্দা বিভাগও মামলার তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী আবারও নারাজি দিলে আদালত জেলা সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে