গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা পরই সভাস্থলে বিক্ষোভ, চেয়ার ভাঙচুর ও ব্যানার তছনছের ঘটনা ঘটেছে। আজ বুধবার গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ ঘটনা ঘটে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘোষিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক আব্দুল বারী বাসন থানা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ হয়েছেন সফিকুল ইসলাম সফি, আমির হোসেন ও রকিব সরকার।
আজ বেলা ১০টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সম্মেলনের আহ্বায়ক আফজাল হোসেন সরকার রিপন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সম্মেলনে প্রতিটি ওয়ার্ড থেকে ৩১ জন কাউন্সিলর ও ২০০ জন করে ডেলিগেটসহ মোট ১২০০ ডেলিগেট অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনের প্রথম পর্ব শেষ হয় বিকেল ৩টার দিকে। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব। এ সময় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বাসন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে সভাপতি পদের প্রার্থীরা অধ্যাপক আব্দুল বারীকে সমর্থন দিয়ে নিজেরা সরে দাঁড়ান। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল বারী বাসন থানা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থীর মধ্যে ৪-৫ প্রার্থিতা প্রত্যাহার করেন।
পরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেমকে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম সফি, আমির হোসেন ও রকিব সরকারের নাম ঘোষণার পরপরই পদ বঞ্চিতদের সমর্থকেরা সম্মেলন স্থলে হইচই শুরু করেন।
একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে মঞ্চের সামনে কয়েক শ চেয়ার, টেবিল, ফ্যান, পতাকা স্ট্যান্ড, সাউন্ড সিস্টেম, ভাঙচুর করেন। ছিঁড়ে তছনছ করেন সম্মেলন উপলক্ষে টানানো বিভিন্ন প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। প্রায় ১৫ মিনিট ধরে চলে এ তাণ্ডব। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, ‘সুন্দর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবার সমঝোতার ভিত্তিতে কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কোনো কারণ ছাড়াই কিছু অনুপ্রবেশকারী শান্তিপূর্ণ সম্মেলনের বদনাম করার জন্য কিছু চেয়ার ছোড়াছুড়ি করেছে, ব্যানার ফেস্টুন তছনছ করেছে। যা কোনোভাবেই কাম্য ছিল না।’

গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা পরই সভাস্থলে বিক্ষোভ, চেয়ার ভাঙচুর ও ব্যানার তছনছের ঘটনা ঘটেছে। আজ বুধবার গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ ঘটনা ঘটে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘোষিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক আব্দুল বারী বাসন থানা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ হয়েছেন সফিকুল ইসলাম সফি, আমির হোসেন ও রকিব সরকার।
আজ বেলা ১০টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সম্মেলনের আহ্বায়ক আফজাল হোসেন সরকার রিপন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সম্মেলনে প্রতিটি ওয়ার্ড থেকে ৩১ জন কাউন্সিলর ও ২০০ জন করে ডেলিগেটসহ মোট ১২০০ ডেলিগেট অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনের প্রথম পর্ব শেষ হয় বিকেল ৩টার দিকে। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব। এ সময় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বাসন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে সভাপতি পদের প্রার্থীরা অধ্যাপক আব্দুল বারীকে সমর্থন দিয়ে নিজেরা সরে দাঁড়ান। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল বারী বাসন থানা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থীর মধ্যে ৪-৫ প্রার্থিতা প্রত্যাহার করেন।
পরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেমকে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম সফি, আমির হোসেন ও রকিব সরকারের নাম ঘোষণার পরপরই পদ বঞ্চিতদের সমর্থকেরা সম্মেলন স্থলে হইচই শুরু করেন।
একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে মঞ্চের সামনে কয়েক শ চেয়ার, টেবিল, ফ্যান, পতাকা স্ট্যান্ড, সাউন্ড সিস্টেম, ভাঙচুর করেন। ছিঁড়ে তছনছ করেন সম্মেলন উপলক্ষে টানানো বিভিন্ন প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। প্রায় ১৫ মিনিট ধরে চলে এ তাণ্ডব। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, ‘সুন্দর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবার সমঝোতার ভিত্তিতে কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কোনো কারণ ছাড়াই কিছু অনুপ্রবেশকারী শান্তিপূর্ণ সম্মেলনের বদনাম করার জন্য কিছু চেয়ার ছোড়াছুড়ি করেছে, ব্যানার ফেস্টুন তছনছ করেছে। যা কোনোভাবেই কাম্য ছিল না।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৭ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৫ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে